মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোডে ফুটপাতে
চলমান টাইলসের কাজে অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে আজ শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও ইউএনও মোঃ ইসলাম উদ্দিন বলেন, অনিয়মের বিষয়ে এখন কোনো মন্তব্য করা যাবে না।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য, উপজেলা প্রকৌশলী ও পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য এবং সমাজসেবা অফিসার ও পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্যদের নিয়ে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্তক্রমে মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়া স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউএনও জানান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.