স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে টিকিটবিহীন ট্রেনের যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও রেলওয়ে কতৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বেলা ২টা ৪০ মিনিটে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস-এ ‘এন আইডি যার, টিকেট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, টাস্কফোর্সের সদস্যরা স্টেশনে প্রবেশ ও ট্রেনে যাত্রীদের টিকিট যাচাই করা করেন। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, ‘এন আইডি যার, টিকেট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজন যাত্রীর এনআইডির সাথে টিকিট মিল না থাকার কারণে ছশত টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলবে নিয়মিতভাবে যাতে টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধ করা যায়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.