স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক দম্পতিকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার হয়েছে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকা। জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবারের এ অভিযানের তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি চৌকস টিম।
অভিযানটি শ্রীমঙ্গল উপজেলার পাচাউন বাজার এলাকায় পরিচালিত হয়। সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে প্রথমে রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী পারুল বেগম (৩৫) এর কাছ থেকে উদ্ধার হয় আরও ৫৫০ পিস ইয়াবা ও নগদ অর্থ।
গ্রেফতারকৃত এই দম্পতি মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানায় পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় দুইজন স্বাক্ষী এবং একজন নারী পুলিশ সদস্য, যাদের উপস্থিতিতে সব মালামাল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তারা জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো তারা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রেখেছিলেন।
ডিবি পুলিশ জানায়, এই দম্পতির বিরুদ্ধে পূর্বেও মাদকের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.