শ্রীমঙ্গলে তালামীযের কাউন্সিল সম্পন্ন; শায়েল সভাপতি, ইমন সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (০৮ আগস্ট) বিকেল ৩টায় শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার হলরুমে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবীর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি আবুল কাসেম, সহসাধারণ সম্পাদক আফজল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহিদ, সহসাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক মো. আলী হোসাইন মিতুল, সহপ্রচার সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রাফি, অফিস সম্পাদক মো. রুমেন চৌধুরী, সহপ্রশিক্ষণ সম্পাদক তৌহিদ আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শায়েল আহমদকে সভাপতি, মো. তোফাজ্জল হোসেন ইমনকে সাধারণ সম্পাদক ও আরাফাত রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—
সহসভাপতি জুনায়েদ আহমদ, মীর ফয়সল, আব্দুল কাদির, সালাউদ্দিন আহমদ, সহসাধারণ সম্পাদক নাজির আহমদ শামীম , রুহুল আমিন, আব্দুল মুকিত,
সহসাংগঠনিক সম্পাদক হানিফ আহমদ, আরমান আলী, রায়হান উদ্দিন, আম্বর আলী, রাকিব আহমদ, নজরুল ইসলাম, শামছুল ইসলাম রাকিব, মামুন মিয়া, প্রচার সম্পাদক আফজল হোসেন , সহপ্রচার সম্পাদক শামছুল ইসলাম, নাজমুস সাকিব, আব্দুস সামাদ, গোফরান আহমদ, অর্থ সম্পাদক রাহাত খাঁন, অফিস সম্পাদক ইমাদুল ইসলাম রাজিব, সহঅফিস সম্পাদক সবুজ আহমদ, আতাউর রহমান, মোস্তফা হাবিব মোয়াজ, আফজল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মোজাম্মিল হোসেন, সহপ্রশিক্ষণ সম্পাদক আতিকুর রহমান, মো. শাফি খান, উসমান আলী, তমাল আহমদ, আবু বকর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আফজল হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর, হিমেল আহমদ, মাহফুজ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোবারক হোসেন , সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদী আহমদ, সদস্য নুর আলম, ইমাদ উদ্দীন, আব্দুর রব মুন্না, কামরুল ইসলাম, রবিউল হাসান, মুসলিম আহমদ, ইন্তেজার রহমান।















