শ্রীমঙ্গলে তালামীযের বরুনা হাজিপুর আঞ্চলিক শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলাধীন বরুনা হাজিপুর আঞ্চলিক শাখার ২০২৫-২৬ ইং সেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বরুনা হাজিপুর মোহাম্মদিয়া লতিফিয়া দাখিল মাদরাসার হল রুমে অভিষেক অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোঃ মোবারক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীয ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ নাজির আহমদ শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুনা হাজিপুর আঞ্চলিক শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ তমাল হোসেন, রাহিদ হাসান প্রমুখ।
প্রধান অতিথি মোঃ তোফাজ্জল হোসেন ইমনের দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















