স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
প্রতিবছরই দেশের উত্তরপূর্বাঞ্চলের পর্যটনশিল্পের প্রবেশদ্বার প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে। এ বছর দেরিতে হলেও শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা চায়ের রাজ্য শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন এ তাপমাত্রা আরও নিচের দিকে নামতে পারে। এটি এখানে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
কিন্তু তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। তাই দৈনন্দিন জীবনযাত্রার ওপর শীতের প্রভাব পড়তে দেখা যায়নি তেমনটা। ভোরের দিকে চা বাগান শ্রমিকদের নিয়মিত কাজে অংশগ্রহণ করতে দেখা গেলেও শীতের কারণে কর্মক্ষেত্রে কিছুটা স্থবিরতা ছিল। শহরজুড়েই জনজীবন ছিল ব্যস্ত। এ ছাড়া দেশি-বিদেশি পর্যটকদের পদচারণা লক্ষ করা গেছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.