ঝলক দত্ত, সিনিয়র রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের ইনস্পেক্টর সোহেল রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ খান, দপ্তর সম্পাদক দুলু মিয়া ও সদস্য মো. আলমগীর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরাই সমাজে পরিবর্তনের অগ্রদূত—তারা পরিবার ও সমাজে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে পারে।
বক্তারা আরও জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসনের কাজ নয়, বরং এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.