নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারেরবশ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরসুর এলাকার শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় যাত্রী আসনের পিছনে লুকানো অবস্থায় ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ হাবিব উল্ল্যাহ (৩২)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হুগলিয়া গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—২৪ বোতল SEAGRAM'S BLEDERS PRIDE, ১১ বোতল BACARDI LIMON ও ১১ বোতল MAGIC MOMENTS। এসব মদের বাজারমূল্য প্রায় ৬৯ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.