নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি পূজামণ্ডপগুলোতে গিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপ কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পূজা আয়োজকদের সঙ্গে কথা বলে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.