শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসা সেবা

জুনাইদ আহমদ জুনেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) উপজেলার ভূনবীর ইউনিয়নের দশরথ উপস্বাস্থ্যকেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. সিনথিয়াসহ আরও কয়েকজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
শতাধিক রোগী এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ, প্রাথমিক চিকিৎসা এবং কিছু জরুরি সরকারি ওষুধ।
এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হয়েছেন উল্লেখ করে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, সঠিক সময়ে এমন উদ্যোগ স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক বার্তা দেয় এবং মানুষের আস্থা বাড়ায়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।















