স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
এছাড়াও ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী, সংগঠক জান্নাতুল নাঈম,স্থানীয় সংগঠক বিকাশ দাশ বাপন, বিক্রয় কর্মকর্তা মো. সোহেল সরকারসহ স্থানীয় সাহিত্যপ্রেমী, লেখক, পাঠক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, এবারের মেলায় ১৫০টি প্রকাশনীর প্রায় ১০ হাজার বই প্রদর্শিত হয়েছে। যেখানে দেশি-বিদেশি লেখকদের জনপ্রিয় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনী, ভ্রমণকাহিনি, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, স্বাস্থ্য, রান্না, ব্যায়াম, কম্পিউটার, শিশুতোষ ও ছড়ার বইসহ নানান বিষয়ভিত্তিক গ্রন্থ রয়েছে।
এই বইমেলা ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা বইমেলা উপভোগ করতে পারবেন।
আগামী ১৭ অক্টোবর মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.