নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে “বর্ণভী গ্রাফিক্স ও শাফি’স এয়ার এভিয়েশন”-এর ভৈরবগঞ্জ বাজার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বুধবার (৬আগস্ট) রাত ১০টায় উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার জমজম মার্কেটস্থ ৬ নম্বর দোকানে “বর্ণভী গ্রাফিক্স ও শাফি’স এয়ার এভিয়েশন”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শাফি’স এয়ার এভিয়েশন”-এর পরিচালক মাওলানা সাকালাইন শাফির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান রিদওয়ান।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জামিয়া কুদ্দুছিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মছরু, বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান মক্কী, কালাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবাদুর রহমান মোশাহিদ, নূরানি গ্রাফিক্সের পরিচালক মাওলানা হাম্মাদ তাহমীম, ভয়েস অব শ্রীমঙ্গলের সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, শেখবাড়ি জামিয়ার শিক্ষক মাওলানা তোফায়েল খান রাহমানী, মাওলানা শফিকুল ইসলাম, দারুন্নাজাত মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আশরাফ, মাওলানা মোর্শেদ আহমদ, মাওলানা জাহিদ আল হাসান প্রমূখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আলেমসমাজ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, “বর্ণভী গ্রাফিক্স ও শাফি’স এয়ার এভিয়েশন” একটি সময়োপযোগী উদ্যোগ। এটি এলাকার মানুষের ডিজিটাল সেবা ও ভ্রমণ সংক্রান্ত চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি ফাহিম আল হাসান জানান, এখানে ডিজাইন ও প্রিন্টিং সেবা যেমন—পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন, ভিজিটিং কার্ড, বুক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, আইডি কার্ড, গিফট আইটেম, মগ প্রিন্টসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। পাশাপাশি থাকবে এয়ার টিকিটিং, পাসপোর্ট আবেদন ও ট্যুর প্যাকেজসহ ভ্রমণ সংক্রান্ত সবধরনের সুবিধা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন দারুন্নাজাত মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি যাইনুল আবেদীন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.