মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার আশিদ্রো ইউনিয়নের জামসি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শামীম মিয়া (২০)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার ছেলে। বর্তমানে তিনি মায়ের সঙ্গে আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানা বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শামীম মিয়া জামসি গ্রামের প্রবাসী সিরাজ মিয়ার নির্মাণাধীন ভবনের উপরের অংশে টিন স্থাপনের কাজ করছিলেন। এ সময় অসতর্কতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুতায়িত হন তিনি। সাথে সাথে তাকে গুরুতর অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট জানান, “বেলা ২টা ৫০ মিনিটে শামীম মিয়াকে হাসপাতালে আনা হয়, তবে তার আগেই মৃত্যু হয়েছে।”
নির্মাণ প্রকল্পের ঠিকাদার হেলাল মিয়া জানান, “আজই প্রথমবারের মতো শামীমকে একজন শ্রমিকের পরিবর্তে কাজে নেওয়া হয়েছিল। আমি তাকে সকাল ১০টার দিকে নিজে নিয়ে এসেছিলাম। পরে আমি বাইরে গেলে দুর্ঘটনার খবর পাই।”
নিহতের খালাতো ভাই শাহাদত মিয়া বলেন, “শামীম ছিল দরিদ্র পরিবারের একমাত্র ছেলে। তার মা একজন অসুস্থ গৃহকর্মী। ছেলেটা ছোট থেকেই পরিশ্রম করে সংসার চালাতো। আমরা দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ চাই।”
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, “ঘটনাটি এখনও কেউ আমাদের অবহিত করেনি।”
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.