মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সংগঠনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে ইমামদের ও মউশিক শিক্ষকগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও উপজেলা কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল কাছারি জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীর সভাপতিত্বে এবং মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মুজাহিদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কাছারি জামে মসজিদের ইমাম ও খতীব কাজী মাওলানা নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ আব্দুর রব।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাওলানা মোঃ জামাল উদ্দীন, সহকারী কমিশনার হিসেবে ছিলেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুকিত ও জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা লোকমান খাঁন নবীন।
এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আবু মুছা, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আতা উল্লাহ, মাওলানা ফজলুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কাওছার আহমদ, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আদর্শ সমাজ গঠনে ইমাম সাহেবান ও শিক্ষকগণের ভূমিকা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরবর্তীতে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীকে সভাপতি ও মাওলানা মোঃ আতা উল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।
পরিশেষে হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.