স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে চলা পৌর ময়লার ভাগারসংক্রান্ত জটিলতা সমাধানে সোমবার (১১ নভেম্বর) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রায় শত বছরের পুরনো পৌর ভাগারের পাশে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি গড়ে ওঠায় এলাকাটিতে তীব্র পরিবেশগত সংকট সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির প্রতিবাদে ওই ভাগারে ময়লা ফেলা বন্ধ করে দেন।
গত রবিবার (৯ নভেম্বর) থেকে কলেজ রোডের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীরা ভাগারের প্রবেশমুখ তালাবদ্ধ করে দেন। তাদের অভিযোগ—বছরের পর বছর ময়লার দুর্গন্ধে পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে, শিক্ষার্থীদের নাক চেপে ক্লাস করতে হচ্ছে।
এর ফলে সোমবার (১০ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক, বাজার, বাসাবাড়ি ও জনবহুল এলাকায় ময়লা অপসারণ বন্ধ হয়ে যায়। এতে শহরজুড়ে বর্জ্যের স্তূপ জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং নাগরিক ভোগান্তি চরমে পৌঁছে।
এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে শ্রীমঙ্গল পৌরসভা উদ্যোগে জরুরি সভার আয়োজন করা হয়। সভায় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে শহরে রোগজীবাণু বিস্তার, মশা-মাছির বংশবৃদ্ধি ও পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করতে পারে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, ভাগার স্থানান্তরের জন্য পূর্বে বিকল্প জায়গা ক্রয় করা হলেও স্থানীয়দের আপত্তির কারণে তা স্থগিত রয়েছে। বর্তমানে বর্জ্য রিসাইক্লিং প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিমূলক কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।
পৌর প্রশাসক আরও বলেন, “প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন পর্যন্ত কিছুটা সময় প্রয়োজন। এই সময়ের মধ্যে বর্তমান ভাগারে বর্জ্য ব্যবস্থাপনা সচল রাখতে হবে। কেউ এ কাজে বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, শ্রীমঙ্গল থানা পুলিশের কর্মকর্তা, পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই নাগরিকদের ভোগান্তি চলছে। পরিবেশবান্ধব সমাধানের উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়নের অপেক্ষায়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.