শ্রীমঙ্গলে মারকাজুল হুদায় শিশু শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিল

জুনাইদ আহমদ জুনেদ, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের দারুল উলুম মারকাজুল হুদা শাসন-এর ২০২৫ শিক্ষাবর্ষের সমাপ্তি উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ, আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জুল হকের সভাপতিত্বে এবং মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহীম।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা এম এ রহীম নোমানী, রায়পরান নূরুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশাহিদ আলী, স্থানীয় ইউপি সদস্য মো. ছালেক মিয়া, ভূনবীর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা তোরাব আলী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আসগর হোসাইন, পাত্রিকুল জামে মসজিদের ইমাম ও খতীব ও জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা শেখ সাদী, শাসন কদমতলা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জাফর আহমদ, বিশিষ্ট মুরব্বি মো. আব্দুল মজিদ, মাওলানা মানিক মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার মান, শৃঙ্খলা ও মাদ্রাসার সার্বিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মাদ্রাসার সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জুল হক তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও দ্বীনি এ দরসগাহের সার্বিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় তাদের সুন্দর হস্তলিপি প্রদর্শন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। পাশাপাশি মৃত ব্যক্তিকে কাফন পরানো, জানাজার নামাজ আদায়, মুখস্থ হাদিস শরীফ পাঠ, আসমাউল হুসনা, মাসায়েল পাঠ ও নাশিদ পরিবেশনের মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে তারা।
শেষপর্বে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রধান অতিথির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

















