জুনাইদ আহমদ জুনেদ, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের দারুল উলুম মারকাজুল হুদা শাসন-এর ২০২৫ শিক্ষাবর্ষের সমাপ্তি উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ, আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জুল হকের সভাপতিত্বে এবং মাওলানা জুনাইদ আহমদ জুনেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহীম।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা এম এ রহীম নোমানী, রায়পরান নূরুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশাহিদ আলী, স্থানীয় ইউপি সদস্য মো. ছালেক মিয়া, ভূনবীর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা তোরাব আলী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আসগর হোসাইন, পাত্রিকুল জামে মসজিদের ইমাম ও খতীব ও জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা শেখ সাদী, শাসন কদমতলা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জাফর আহমদ, বিশিষ্ট মুরব্বি মো. আব্দুল মজিদ, মাওলানা মানিক মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার মান, শৃঙ্খলা ও মাদ্রাসার সার্বিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মাদ্রাসার সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জুল হক তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও দ্বীনি এ দরসগাহের সার্বিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় তাদের সুন্দর হস্তলিপি প্রদর্শন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। পাশাপাশি মৃত ব্যক্তিকে কাফন পরানো, জানাজার নামাজ আদায়, মুখস্থ হাদিস শরীফ পাঠ, আসমাউল হুসনা, মাসায়েল পাঠ ও নাশিদ পরিবেশনের মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে তারা।
শেষপর্বে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রধান অতিথির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.