শ্রীমঙ্গলে মুয়াজ্জিন লাঞ্ছনা, পদ হারালেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল লতিফকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মসজিদ কমিটির সদস্য পদ থেকে জয়নাল চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় জরুরী বৈঠক ডেকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন কমিটির নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গতকাল (২০ অক্টোবর) বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল লতিফ এর ওপর প্রকাশ্যে গায়ে হাত তোলে নানান ভাবে লাঞ্ছিত করেন-
শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক ও শ্রীমঙ্গল জামে মসজিদ কমিটির সদস্য জয়নাল চৌধুরী।
এই ঘটনা জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমান, ইমাম সংগঠন এবং সর্বস্তরের মানুষের মধ্যে মারাত্মকভাবে ক্ষোভের সৃষ্টি হয়। যা সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠে এবং সকলেই জয়নাল চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে মসজিদ কমিটির জরুরী বৈঠকে জয়নাল চৌধুরীকে মসজিদ কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, এই ঘটনা ঘটানোর কারণে আজ বাদ জোহর প্রকাশ্যে ক্ষমা চাইবেন জয়নাল চৌধুরী।
মসজিদ কমিটির জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, শ্রীমঙ্গল জামে মসজিদ কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু, মসজিদ কমিটির উপদেষ্টা মো. ইয়াকুব আলী, নুরে আলম সিদ্দিকী, মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম, খতিব, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী সহ মসজিদ কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


















