মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা ও শহরকে যানজটমুক্ত রাখতে এবং সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে সোমবার (৩০ জুন) বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। পৌর শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ও সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের হাটাচলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা এবং যানজট নিদর্শন এর লক্ষ্যে এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.