নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
যুব জমিয়ত বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের ২য় তলা হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা আহমদ জুবায়ের জুয়েল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি মুহাম্মদ রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, কুলাউড়া উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।
এছাড়া সম্মেলনে বক্তব্য দেন বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা মাহফুজ উদ্দীন জুবায়ের, জেলা শ্রমিক জমিয়তের সদস্য সচিব মাওলানা মাহদী হাসান ও জামেয়া কুদ্দুছিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান মাসরুর।
সম্মেলনে শ্রীমঙ্গল উপজেলা যুব জমিয়তের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জমিয়তের মনোনীত মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেওয়া হয়।
পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে মাওলানা আহমদ জুবায়ের জুয়েলকে সভাপতি, মুফতি মুহাম্মদ রায়হান খানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সোলাইমান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.