স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও রেলওয়ের স্টেশনের দুইপাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বাসাবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. নাসির উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এই চার ঘণ্টাব্যাপী অভিযানে অংশ নেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তানভীর, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম, রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক, কানুনগো কাওছার হামিদ, রেলওয়ের প্রকৌশলী জাকির হোসেনসহ রিজার্ভ পুলিশ ফোর্স, শ্রীমঙ্গল থানা পুলিশ, রেলওয়ে জিআরপি পুলিশ এবং আর অ্যান্ড বি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
অভিযান শুরুর পর বুলডোজার দিয়ে সাতগাঁও রেলস্টেশনের আমরাইল ছড়া রোড, সিন্দুরখান রোড, রেলওয়ে কলোনী ও সাতগাঁও বাজারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। অভিযানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, “একটি আলীশান বাড়িসহ প্রায় তিন শতাধিক দোকানপাট ও কয়েকটি বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় পাঁচ একরের মতো জমি উদ্ধার হয়েছে। আজকের মতো অভিযান শেষ হলেও পরবর্তী তারিখে অবশিষ্ট অংশ উচ্ছেদ করা হবে। লিজ প্রক্রিয়া আইনের আওতায় হবে এবং আইনের বাইরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.