জুনাইদ আহমদ জুনেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইছামতি বাগান এলাকায় শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— অন্তর গঞ্জু, ভরত চাষা, প্রিতম গোয়ালা ও রিপন গঞ্জু। ঘটনার পরপরই তারা ভূনবীর জীবনগঞ্জ বাজারের স্কয়ার ফার্মেসীতে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
স্কয়ার ফার্মেসীর স্বত্তাধীকারী ও ফার্মাসিস্ট ডাঃ স্বপন ধর জানান, আহতদেরকে এন্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রথম দিনসহ ৩য়, ৭ম, ১৪তম ও ২৮তম দিনে মোট পাঁচটি ভ্যাকসিন নিতে হবে।
বর্তমানে আহতরা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.