স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল আমিন নামে এক শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরতলীর সিন্দুরখান রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারের সময় আল আমিনের কাছ থেকে একটি দেশীয় ধারালো দা, একটি ইলেকট্রিক শট ডিভাইস, ইয়াবা কারবারে ব্যবহৃত একটি জিক্সার মোটরসাইকেল, ২০৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আল আমিন শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেলওয়ে কলোনীর বাসিন্দা ফুল মিয়ার ছেলে। পুলিশের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। একই সঙ্গে তিনি শ্রীমঙ্গলসহ আশপাশ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, আল আমিনের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও সশস্ত্র হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তার নামে ৮টি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃত আল আমিনকে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশের দাবি, এ গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.