শ্রীমঙ্গলে শুরু হলো ‘গ্র্যান্ড সামার এক্সিবিশন ২০২৫’

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা ‘গ্র্যান্ড সামার এক্সিবিশন ২০২৫’। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের মহসিন অডিটোরিয়ামের তৃতীয় তলায় বর্ণিল এ মেলার পর্দা ওঠে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে প্রদর্শনীটি, যা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।
দেশি-বিদেশি বৈচিত্র্যময় পণ্যের সমাহারে সাজানো হয়েছে মেলার প্রতিটি স্টল। ভারতের কুর্তি, টু-পিস, পাকিস্তানি ড্রেস কালেকশন, বোরকা, আবায়া, ফ্যাশন জুয়েলারি, কসমেটিকস, হোমমেড কেকসহ হাতে তৈরি নানা সামগ্রী থাকছে মেলায়। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারাও নিজেদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।
মেলা শুরুর প্রথম দিন থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে স্থানটি। কেউ প্রয়োজনীয় সামগ্রী কিনছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরে দেখছেন স্টলগুলো।
আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যকে জনসম্মুখে তুলে ধরা, তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করাই এ মেলার মূল লক্ষ্য। তারা আশা করছেন, এ আয়োজন শ্রীমঙ্গলের ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।















