স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সিন্দুরখাঁন বাজারে সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। এর ফলে প্রতিনিয়ত বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
আজ (২৯ জুলাই) সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরকারি রাস্তা ও আশপাশের জমির মাপজোখ কার্যক্রম পরিচালনা করেন। মাপজোখ শেষে দেখা যায়, বাজারের রাস্তাসহ একাধিক সরকারি জমি স্থানীয় কিছু ব্যবসায়ীর দখলে রয়েছে।
এ পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যান সবাইকে অনুরোধ করে বলেন, "সরকারি রাস্তার উভয় পাশে অন্তত ৫ ফুট জায়গা স্বেচ্ছায় ছেড়ে দিন। না হলে ভূমি অফিস বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।"
চেয়ারম্যান আরও জানান, জনগণের স্বার্থে ও বাজারে যানজট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জনসচেতনতা তৈরি করতেই শুরুতেই অনুরোধ জানানো হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.