শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আমরাইল ছড়া চা বাগানে অনুষ্ঠিত হলো সিক্সার্স ফুটবল প্রিমিয়ার লীগের বর্ণিল ফাইনাল ম্যাচ। রোববার বিকেলে চা বাগান এলাকার স্কুল মাঠে জমজমাট খেলায় বয়েল টিলা স্পোর্টিং ক্লাব ২–১ গোলে গুটিবাড়ি বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গত সেপ্টেম্বর মাসে উদ্বোধন হওয়া এ টুর্নামেন্টে আমরাইল ছড়া চা বাগানের মোট ১৬টি দল অংশ নেয়। ধারাবাহিক খেলা শেষে দুটি সেরা দল উঠে আসে ফাইনালে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু। বিশেষ অতিথি ছিলেন সাতগাঁও ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য প্রতিমা দাস।
ম্যাচ শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরো মাঠজুড়ে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি এবং খেলোয়াড়দের উৎসাহে চা বাগান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.