শ্রীমঙ্গলে সীরাতুন্নবী (সা.) সম্মেলন; হাজারো মুসল্লির সমাগম

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে খেলাফত মজলিস কালাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের নেতাকর্মী সহ হাজারো মুসল্লির সমাগম ঘটে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, পীর সাহেব বরুণা। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর।
খেলাফত মজলিস কালাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সারোয়ার কবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান সাদীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন—খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য; মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকা জোন পরিচালক জননেতা প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল।
সম্মেলনে আলোচনায় অংশ নেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, মৌলভীবাজার শহর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী, জামিয়া কুদ্দুছিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মাছরুর, বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান মক্কী ও শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আফজল বর্ণভী।
বয়ান পেশ করেন মাওলানা কাউছার আহমদ আশরাফী, মাওলানা এমদাদুল্লাহ হাবিবী, মাওলানা সাদ আহমদ আমিন বর্ণভী ও মাওলানা জাফর আহমদসহ প্রখ্যাত আলেমগণ।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন মানবজাতির জন্য পরিপূর্ণ ও সর্বোত্তম আদর্শ। দুনিয়া ও আখেরাতে মুক্তির নিশ্চয়তা নিহিত রয়েছে তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণে। বক্তারা সীরাত অধ্যয়নের গুরুত্ব, ইসলামী ভ্রাতৃত্ব ও নৈতিকতার বিকাশ এবং সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষভাবে জোর দেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি শায়খুল ইসলাম সৌরভ, খেলাফত মজলিস মৌলভীবাজার সদর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সহসাধারণ সম্পাদক হাফিজ মুহিউদ্দীন, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিন, যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।
সম্মেলনে আবাবিল শিল্পী গোষ্ঠীর সিনিয়র শিল্পী মতিউর রহমান এনাম ও মুশাররফ হোসেন হৃদয়গ্রাহী নাশিদ পরিবেশন করেন, যা উপস্থিত মুসল্লিদের আবেগাপ্লুত করে তোলে।
মহাসম্মেলনে জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও আশপাশের গ্রামাঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। তাঁরা নবীজির (সা.) জীবনীভিত্তিক আলোচনাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং আধ্যাত্মিক অনুভূতিতে অভিভূত হন।
















