নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুমাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহিদ সাজ্জাদ হোসেন (বর্ডার গার্ড) উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে সে নিখোঁজ হয় বলে জিডি সূত্রে জানা গেছে।
নিখোঁজ সুমাইয়ার পরিবার জানায়, বিকেলে স্কুল ছুটি হলেও সুমাইয়া সন্ধ্যা পর্যন্ত বাসায় ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮টার দিকে পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
জানা যায়, সুমাইয়া শহরের শহিদ সাজ্জাদ হোসেন (বর্ডার গার্ড) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকার বাবুল মিয়া ও জেসমিন আক্তারের মেয়ে।
এদিকে, মেয়েটির সন্ধান পেলে 01854-825740 (পিতা) এবং 01724-760019 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.