শ্রীমঙ্গলে ১০৫০ প্রকার ব্যঞ্জনে অন্নকূট মহোৎসব পালিত

অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে কীর্তন, পূজা, আরতি ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তরসুর এলাকায় অবস্থিত শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো এই মহোৎসবের আয়োজন করা হয়।
এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ১,০৫০ প্রকারের ব্যঞ্জন ও ১,০৫০ কেজি ভোগ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন। দুপুর থেকেই আশ্রম চত্বরে ভক্ত-অনুরাগীদের ঢল নামে, চারদিকে ছড়িয়ে পড়ে ভক্তিমূলক সঙ্গীত ও ধূপ-ধুনোর সুবাস।
আয়োজকরা জানান, গোবর্ধন পূজার অংশ হিসেবে গিরি গোবর্ধনের প্রতীকী রূপে খাদ্যের স্তূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই স্মরণে বিশ্বের নানা প্রান্তে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব উদযাপন করেন।
ভোগ নিবেদনের পর দুপুরে এক ঘণ্টার জন্য ভক্তদের ভোগ প্রদক্ষিণের সুযোগ উন্মুক্ত করা হয়। পরে সেই ভোগ মিশ্রণ করে প্রায় ৩০ হাজারেরও বেশি ভক্ত ও অনুরাগীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের পরিচালক বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, “অন্নকূট উপলক্ষে আমরা ১ হাজার ৫০ কেজি চালের ভাত রান্না করেছি। সঙ্গে ছিল প্রায় ১ হাজার বাটি তরকারি, মিষ্টিজাতীয় খাবার ও নানা ফল। প্রচুর ভক্ত-অনুরাগী অংশ নিয়েছেন। আগামীতে এই অন্নকূট মহোৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
উৎসবকে ঘিরে আশ্রম এলাকা ছিল উৎসবমুখর ও ভক্তিময় আবহে ভরপুর।















