স্টাফ রিপোর্টার:
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম. ইদ্রিস আলীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে—গত ১ নভেম্বর রাতে উপজেলার শংকরসেনা এলাকায় সাংবাদিক ইদ্রিস আলী নাসরিন নামের এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসক্লাবের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।
এ প্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির ৮ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে তার সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৩ নম্বর অনুচ্ছেদের ‘ঙ’ ও ‘চ’ ধারার আলোকে নৈতিক স্খলন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, কার্যনির্বাহী সদস্য আবুজার রহমান বাবলা, সাধারণ সদস্য মো. শাহাব উদ্দিন ও রুবেল আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, সদস্য শাকির আহমেদ, আবুজার রহমান বাবলা ও নূর মোহাম্মদ সাগর।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.