স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপ তাদের প্রতিষ্ঠার এক বছর পূর্তি উদযাপন করেছে এক ভিন্ন আঙ্গিকে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় সংগঠনের পক্ষ থেকে পথশিশু ও হতদরিদ্র মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে সদস্যরা সকাল থেকেই প্রস্তুতি নেন। বিকেলে স্টেশনের খোলা প্রান্তরে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে প্যাকেটজাত খাবার তুলে দেন সংগঠনের সদস্যরা। মুহূর্তটি পরিণত হয় এক মানবিক মিলনমেলায়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের সভাপতি মো. মকবুল হোসেন বলেন, “আমাদের যাত্রা শুরু হয়েছিল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে। আজকের এই দিনটি আনন্দ-উৎসবের মাধ্যমে নয়, বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে উদযাপন করতে পেরে আমরা গর্বিত। আশা করি, আমাদের এই সেবার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক ইমরান আহমেদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “মানুষ মানুষের জন্য—আমরা এই বিশ্বাসে কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা ও দোয়া পেলে শ্রীমঙ্গলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও বড় পরিসরে দাঁড়াতে পারব।”
স্থানীয় বাসিন্দারা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “বর্তমান সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের জন্য এক অনন্য উদাহরণ তৈরি করছে। শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের এ ধরনের সেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এই সেবামূলক কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় শুভানুধ্যায়ীরাও আন্তরিকভাবে সহযোগিতা করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.