নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি রোগীদের নানা অভিযোগ শোনেন এবং চিকিৎসকদের কাছ থেকেও দৈনন্দিন কার্যক্রম ও সমস্যার খোঁজ নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শ্রীমঙ্গলের প্রায় পাঁচ লাখ মানুষের সেবা দেওয়ার জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫০ শয্যা ও সীমিত সংখ্যক চিকিৎসক রয়েছে। ফলে চিকিৎসকদের দ্বিগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে, যা সেবার মানকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
তিনি জানান, হাসপাতালে কোনো নিরাপত্তা প্রহরী নেই। বহিরাঙ্গনে অতিরিক্ত বেড বসানো হলেও সেখানে ফ্যান নেই। বিভিন্ন স্থানে লাইট নষ্ট হয়ে থাকায় অন্ধকারে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শিশু ওয়ার্ডের দেয়ালে ফাটল ধরে আছে, বৃষ্টির সময় পানি ঢোকার ঝুঁকি রয়েছে।
প্রীতম দাশ বলেন, “চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি সামাল দিচ্ছেন। তবে জনবল ও অবকাঠামোগত সংকট সমাধান না হলে বড় ধরনের অচলাবস্থা তৈরি হবে।”
এনসিপির পক্ষ থেকে তিনি দ্রুত স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, পরিছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী নিয়োগ এবং অবকাঠামোগত সমস্যার সমাধানের দাবি জানান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.