জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারজান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান বাংলাদেশ একটি ত্রিমুখী চিন্তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও রাজনৈতিক ইসলাম; চলমান এই বিষয়গুলো আমাদের বর্তমান বাস্তবতা। এই প্রবাহগুলোর মধ্যে বুদ্ধিবৃত্তিক টানাপোড়েন চলমান। এমন বাস্তবতায় তালামীযে ইসলামিয়ার মতো তারুণ্যনির্ভর সংগঠনের উচিত আত্মপরিচয়নির্ভর ও চিন্তাশীল কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে সমকালীন নানা বিষয়ে চিন্তাশীল করে গড়ে তোলা। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে ধর্মীয় সহ নানা বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের ক্ষেত্রে তরুণদের আগ্রহী করে তোলা। কেননা তরুণরাই ভবিষ্যতের নেতৃত্বের দায়িত্ব বহন করবে, এটাই আপাতদৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে। তাই আবেগ নয়, বরং অধ্যয়ন ও কল্যাণমুখী চিন্তার আলোকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গতকাল সোমবার বাদ যুহর, সিলেট কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত “সমকালীন ভাবনা: ধর্ম ও রাষ্ট্রচিন্তা” শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার হুসাইনের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সায়ীদ মানছুর।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখা সভাপতি কাজী আহবাব দস্তগীর, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আবরার দস্তগীর, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.