স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক খোলা কাগজ-এর মৌলভীবাজার প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)সহ ছয়জন জুলাইযোদ্ধাকে হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ‘নো ক্যাপশন’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর– ১১৬৩) করা হয়েছে।
হুমকিপ্রাপ্ত অন্যরা হলেন— জুলাইযোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম, এনসিপি নেতা নিলয় রশিদ, নাঈম হাসান, হায়দার আলী ও নাঈম।
জুলাইযোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসা হচ্ছে। সর্বশেষ ঘটনায় তারা চরম উদ্বেগে রয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আরেক জুলাইযোদ্ধা নাঈম হাসান জানান, হত্যার হুমকি প্রদানকারী ব্যক্তি এবং এর পেছনে জড়িত সকল গোষ্ঠীকে শনাক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিষয়টি ইতোমধ্যে গুরুত্বসহকারে নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়ায় রয়েছে।
সাংবাদিক এহসানুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে তিনি ও তার পরিবার আগেও নানা ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন। নতুন করে হত্যার হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় শ্রীমঙ্গল প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.