এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কমলগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় কমলগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনা করেন নির্মল এস পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.