ভয়েস অব শ্রীমঙ্গল ডেস্ক:
সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
দীপংকর দাশ দীপ সিলেটের আঞ্চলিক ভাষায় কৌতুকনির্ভর ও বাস্তবধর্মী কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর নির্মিত হাস্যরসাত্মক ভিডিওগুলো তরুণ প্রজন্মের কাছে বিনোদন ও অনুপ্রেরণার উৎস ছিল। কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন।
দীপংকরের কাকাতো ভাই রাহুল দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে লিখেছেন—“আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাশ দীপ (দ্বীপ) গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু।’”
দীপংকর দাশ দীপের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শোকবার্তা জানিয়েছেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.