নিজস্ব প্রতিবেদক, সিলেট:
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সিলেটের হযরত শাহ সুলতান রহ. সুলতানপুর মাদরাসায় সীরাতুন্নবী সা. প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুলতানী ছাত্র কাফেলার আয়োজনে শুরু হওয়া এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।
প্রাথমিক ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠেন প্রায় ৫০–৬০ জন শিক্ষার্থী। একাধিক রাউন্ড শেষে চারজনকে সর্বসেরা ঘোষণা করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় তিন হাজার টাকার প্লে-কার্ড। পাশাপাশি চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫ হাজার টাকার বই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুহিবুর রহমান খাপুরি, মাওলানা জিল্লুর রহমান মৌলভীচকী, মাওলানা তালেব উদ্দিন শমসেরনগী,
মাওলানা রাহাতুল হক চৌধুরী, মাওলানা মুফতি সাফওয়ানুল হক চৌধুরী, মাওলানা রেজাউল হক চৌধুরীসহ আরও অনেকে।
এছাড়া আশেপাশের বিভিন্ন স্কুল-কলেজের প্রিন্সিপাল ও শিক্ষকগণও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথিরা আয়োজকদের প্রশংসা করে বলেন, “সুলতানপুর মাদরাসার ছাত্র সংগঠন ‘সুলতানী কাফেলা’ সবসময়ই ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন উপহার দিয়ে আসছে।”
শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী বলেন, “বিগত কয়েক বছর ধরে এ প্রতিযোগিতার কারণে ছাত্ররা সিরাত বিষয়ে ব্যাপক পড়াশোনা করছে, যা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠছে।”
এ ছাড়া শুভাকাঙ্ক্ষী ও সাবেক শিক্ষক মাওলানা আলী হাসান চৌধুরীও অনুষ্ঠানে মূল্যবান আলোচনা রাখেন।
অনুষ্ঠানের মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরীর নসিহত ও দোয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.