লাবীব হুমায়দী, স্টাফ রিপোর্টার:
সিলেট সুলতানপুর মাদরাসা মাঠে গতকাল (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হলো বিশিষ্ট আলেম আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী হাফিজাহুল্লাহর দরসে বুখারীর ৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। দুপুর থেকেই দেশব্যাপী ছড়িয়ে থাকা তাঁর শাগরেদ, শুভানুধ্যায়ী ও আলেমসমাজের উপস্থিতিতে পুরো মাদরাসা মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল তিনটায় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠানমালা।
অনুষ্ঠান পরিচালনা করেন সংবর্ধনা পরিষদের মহাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, মাওলানা আলী আসগর ও মাওলানা আব্দুল হাই। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন কিয়ামপুরী সংবর্ধনা পরিষদের আহ্বায়ক শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শহিদ চাম্পারকান্দি।
পর্যায়ক্রমে মঞ্চে আসেন আমন্ত্রিত বরেণ্য বক্তারা। তাঁরা কিয়ামপুরী হুজুরের অর্ধশতাব্দীরও বেশি সময়ব্যাপী দরসে বুখারী পাঠদানের ইতিহাস, ত্যাগ-তিতিক্ষা ও উম্মাহর প্রতি তাঁর নিরলস অবদান নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন। সন্ধ্যার পর আল্লামা কিয়ামপুরী হাফিজাহুল্লাহ তাঁর বুখারি শরীফের তাকরির ইফাদাতুল কারী এবং সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত ‘সংবর্ধনা স্মারক’-এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শায়খুল হাদীসগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য—মাওলানা ইদ্রিস লক্ষীপুরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা তাহমিদুল মওলা, মালিবাগ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস, রেঙ্গা মাদরাসার শায়খুল হাদীস, দরগাাদরাসার মুহতামিম, শায়খুল হাদীস এবং আঙ্গুরা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসসহ আরও বহু আলেম-ওলামা।
দরসে বুখারীর দীর্ঘ ৫৪ বছরের অমর কীর্তির স্বীকৃতিস্বরূপ আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী হাফিজাহুল্লাহকে রৌপ্য পদক প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণ শেষে তিনি সকল ছাত্রদের দ্বীনের পথে অবিচল থাকার নসিহত প্রদান করেন এবং আবেগময় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। দুয়া শেষে উপস্থিত হাজারো ফুযালার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে।
মহাসমারোহে অনুষ্ঠিত এ সংবর্ধনা সুলতানপুর মাদরাসার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং স্থানীয় ও জাতীয় পরিমণ্ডলে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.