নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে তিন দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে খিদমাহ ব্লাড ব্যাংক সিলেট মহানগর শাখা। গতকাল শনিবার রাতে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত খাদিমুল কুরআন পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
মাহফিলের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত চলা এ মানবসেবামূলক কার্যক্রমে খিদমাহ ব্লাড ব্যাংক প্রায় নয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে বিনামূল্যে জানিয়ে দেয়। এছাড়া সংগঠনের সদস্যরা ১৪ ব্যাগ রক্ত দান করেন। ক্যাম্পে উপস্থিত স্বেচ্ছাসেবকরা রক্তদানের উপকারিতা ও মানবতার সেবায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা চালান।
খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর রায়হান বলেন, “শুধু মাহফিল নয়, মানবসেবার যেকোনো সুযোগেই খিদমাহ সাধারণ মানুষের পাশে থাকতে চায়।”
সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ বলেন, “মানবতার সেবাই আমাদের লক্ষ্য। আমরা চাই, সবার মাঝে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে উঠুক। কারণ একটি ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে। নিয়মিত রক্তদান শুধু জীবন বাঁচায় না, এটি দাতার শারীরিক সুস্থতাও বজায় রাখে।”
ক্যাম্পে অংশ নেওয়া নাসিরুর রহমান মুসা বলেন,
“নিজের রক্তের গ্রুপ জানা খুব জরুরি। এখানে এসে আমি বিনামূল্যে সেটা জানতে পেরেছি—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।” আরেক অংশগ্রহণকারী মাওলানা বদরুল ইসলাম বলেন, “খিদমাহ ব্লাড ব্যাংকের তরুণদের উদ্যম দেখে অনুপ্রাণিত হয়েছি। আমিও ভবিষ্যতে নিয়মিত রক্তদাতা হতে চাই।”
আয়োজক পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ফ্রি ক্যাম্প কেবল স্বাস্থ্য সচেতনতা নয়, বরং মানবিকতা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত। তারা জানান, আগামী দিনগুলোতেও সিলেটসহ আশপাশের এলাকায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিন দিনব্যাপী এ ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর রায়হান, জয়েন্ট সেক্রেটারি এমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ শাখার সহকারী পরিচালক আব্দুল বাছিত মুমিন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট শাখার পরিচালক হুসাইন আহমদ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য জাহিদ হাসান, মহানগর শাখার সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজ, গোয়াইনঘাট শাখার প্রচার সম্পাদক বিলাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সিব্বির রশিদ, সহ-কোষাধ্যক্ষ নুরুল আহাদ, জালালাবাদ শাখার হাবিবুর রহমান ও মহানগর শাখার আহমদ সুফিয়ান খান প্রমুখ।
মানবসেবার ব্রত নিয়ে কাজ করা খিদমাহ ব্লাড ব্যাংক ইতোমধ্যে সিলেট অঞ্চলে রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, যা তরুণ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.