সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ.-এর সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩জুন) কাজিরবাজার মাদরাসার সাবেক শিক্ষার্থী ২০০৬/৭ ব্যাচের আয়োজনে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন কনভেনশন হলে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেটের ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান ইউসুফের সভাপতিত্বে এবং মাওলানা মুশাহিদ শিকদার ও মাওলানা আমজাদ হোসাইনের যৌথ পরিচালনায় কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ জুম্মান আহমেদ নোমান।
শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল হকের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদি।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মূসা ।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা নূর উদ্দিন আহমদ, মাওলানা এমরান আলম, মাওলানা জিলাল আহমদ, জামেয়া মাদানিয়ার সাবেক জি.এস মাওলানা তাফাজ্জুল হক, আঞ্জুমানে তা'লিমুল কোরআন সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান, মাওলানা কয়েছ আহমদ, সিলেট শেখঘাট সানাউল্লাহ মসজিদের সেক্রেটারি রুয়েল আহমদ, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবুল হোসেন, শান্তিগন্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিম, মহানগর ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি রুমান আহমদ, যুবদল নেতা জুনেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মুফতি আব্দুর রহমান ইউসুফের দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.