সিলেটে মারকাযুল হিদায়ার ইলমী প্রতিযোগিতার মহোৎসব

শিব্বীর বিন রশীদ, সিলেট প্রতিনিধি:
সিলেটের শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল হিদায়া সিলেট-এর বার্ষিক ইলমী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বর্ণিল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও আলেম–ওলামাসহ ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতা অংশগ্রহণের ব্যাপকতা, গুণগত মান ও উপস্থাপনার বৈচিত্র্যে পূর্বের সব আয়োজনকে ছাড়িয়ে গেছে। দীর্ঘ প্রস্তুতি, নিয়মিত সাপ্তাহিক প্রতিযোগিতা ও শিক্ষক–শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন সফল হয়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে কিরাত, হিফজুল কুরআন, হিফজুল হাদিস, বাংলা–ইংরেজি–আরবি–উর্দু ভাষায় বক্তৃতা, হামদ–নাত, কবিতা আবৃত্তি, সংবাদপাঠ, ঝটপট প্রশ্নোত্তর এবং আরবি–উর্দু ডায়ালগ উপস্থাপনার মতো বিষয় ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিটি বিভাগেই শিক্ষার্থীরা অসাধারণ মেধা ও শিল্প–সাহিত্যচর্চার পরিচয় দেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদ আহমদ পালনপুরী রহ.–এর সন্তান মাওলানা হোসাইন আহমদ পালনপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, শায়খুল হাদিস মাওলানা মাহমুদ হোসাইন সিলেটী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলামসহ বিশিষ্ট উলামায়ে কেরাম।
সমাপনী বক্তব্যে মারকাযুল হিদায়া কর্তৃপক্ষ বলেন, “প্রতিযোগিতার মাধ্যমে প্রস্ফুটিত হোক আমাদের শিক্ষার্থীরা; গড়ে উঠুক তারা উম্মাহর ভবিষ্যত পথপ্রদর্শক।” তারা শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন।
আয়োজকদের মতে, এ বছরের সফল আয়োজন প্রতিষ্ঠানটির শিক্ষাগত মান ও দ্বীনি চেতনার উৎকর্ষে নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতেও এ ধরনের মননশীল আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।





















