স্টাফ রিপোর্টার:
সিলেট অঞ্চলের শাখা দায়িত্বশীলদের নেতৃত্ব দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী যুব মজলিস সিলেট জোনের উদ্যোগে দিনব্যাপী “লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সিলেট নগরীর সোবহানীঘাটস্থ দ্য সিলেট বাফেট হাউসে আয়োজিত এ ওয়ার্কশপে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দেড় শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জোন পরিচালক মুহাম্মদ মুহিউদ্দিন। পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের যুগ্ম মহাসচিব ডা. আখলাক আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ও মুহাম্মদ শাহীন প্রমুখ।
ওয়ার্কশপে বক্তারা সংগঠনের দায়িত্বশীলদের আদর্শ নেতৃত্ব, সংগঠন পরিচালনা ও সমাজ পরিবর্তনের ইতিবাচক ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.