নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে বই ও বইপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে রাবতা প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো পাঠচক্র ‘চিন্তাযাত্রা’র দ্বিতীয় আসর।
বুধবার (২৭ আগস্ট) বাদ মাগরিব নগরীর নির্বাচিত বই বিপণন কেন্দ্রে আয়োজিত এ পাঠচক্রে বিপুলসংখ্যক পাঠক ও বইপ্রেমী অংশ নেন। প্রাণবন্ত এই আয়োজনে সবাই নিজেদের পড়া উল্লেখযোগ্য বই নিয়ে আলোচনা করেন এবং পাঠ-অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
আয়োজনটি পাঠক ও জ্ঞানপিপাসু মহলে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে নিয়মিত করার আহ্বান জানান।
রাবতার ফাউন্ডার লাবীব হুমায়দী বলেন, “পাঠচক্রকে নিয়মিত রূপ দিতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমার বিশ্বাস, এ আয়োজন পাঠাভ্যাসকে আরও সমৃদ্ধ করবে এবং পাঠক সমাজে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।”
পাঠচক্রে অংশ নেওয়া বইপ্রেমী মুশতাক আহমদ বলেন, “আজকের আসরে অংশ নিয়ে সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা হলো। বই নিয়ে মুক্ত আলোচনা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে।”
অন্য এক অংশগ্রহণকারী মুশফিকুর রহমান রাফি বলেন, “এ আয়োজন শুধু পাঠাভ্যাস বাড়াচ্ছে না, বরং বইপ্রেমীদের মধ্যে আন্তরিক বন্ধনও তৈরি করছে। নিয়মিত হলে আরও অনেক পাঠক এতে যুক্ত হবে।”
ভিন্নমাত্রার এ আয়োজন চা-নাস্তার মাধ্যমে শেষ হয়। বইপ্রেমীদের এই মিলনমেলা সবার মনে সৃষ্টি করে অনন্য তৃপ্তি ও আশাজাগানিয়া আবহ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.