সৃজনশীল চিন্তা আর আধুনিক ডিজাইনের মেলবন্ধনে সিলেটে যাত্রা শুরু করলো নতুন গ্রাফিক্স ডিজাইন প্রতিষ্ঠান ‘নূরটেক’। ডিজিটাল যুগে ভিজ্যুয়াল আইডেন্টিটির গুরুত্বকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি তাদের পথচলা শুরু করেছে।
বৃহস্পতিবার (১০জুলাই) বিকেলে সিলেটের বন্দর বাজারে অবস্থিত বশির কমপ্লেক্সের ৩য় তলায় প্রতিষ্ঠানটির পরিচালক ও উদ্যোক্তা তরুণ গ্রাফিক্স ডিজাইনার ইবি জাহিদুল এর পরিচালনায় গ্রাফিক ডিজাইন, প্রিন্টিং ও ওয়েব ডিজাইনভিত্তিক সৃজনশীল প্রতিষ্ঠান ‘নূরটেক’ এর শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোখারা মিডিয়ার পরিচালক আবুল কালাম আজাদ, কাতিব মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক, সিলটেক ক্রিয়েটিভ এজেন্সির সিইও ইবাদ বিন সিদ্দিক, মিডিয়া ব্যক্তিত্ব আজহারুল ইসলাম চৌধুরী, দোআঁশের পরিচালক লুৎফুর রহমান তুফায়েল, আবু তাহের মিসবাহ, রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হারুনূর রশীদ, আসলাফ প্রিন্ট শপের মুহাম্মদ রশীদ মুশতাক, ক্লিক পয়েন্টের পরিচালক আদিব আহমদ, তরুণ লেখক ও গীতিকার হুসাইন আল হাফিজ, বোখারা মিডিয়ার গ্রাফিক্স ডিজাইনার আমজাদুস সামাদ উজ্জ্বল প্রমূখ।
এ সময় অতিথিরা বলেন, “সত্যিকারের সৃষ্টিশীলতা তখনই মূল্য পায়, যখন তা নীতির ভিতরে থেকে সমাজে উপকার আনে। ‘নূরটেক’ সে দিকেই একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। ‘নূর’ মানে আলো আর ‘টেক’ মানে প্রযুক্তি—এই নামের মধ্যেই রয়েছে উন্নয়ন, জ্ঞানের আলো এবং সৎ পথচলার এক ইঙ্গিত। আমরা বিশ্বাস করি, ইবি জাহিদুল শুধু একজন ডিজাইনার নন, বরং তিনি আলোকিত প্রযুক্তির একজন দূত হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।”
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ইবি জাহিদুল বলেন, “আমি বিশ্বাস করি, একটি ভাল ডিজাইন শুধু চোখে নয়, মনে দাগ কাটে। এই বিশ্বাস থেকেই 'নূরটেক' গড়ে তোলা। আমি এমন কিছু তৈরি করতে চাই, যা গল্প বলে, মূল্যবোধ বহন করে।”
তিনি আরও বলেন, ‘নূরটেক’-এর লক্ষ্য শুধু ডিজাইন সেবা দেওয়া নয়; বরং ডিজাইন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের দক্ষ করে তোলা। স্থানীয় পর্যায়ে বিশ্বমানের ডিজাইন সলিউশন পৌঁছে দেওয়া এবং হালাল রিজিক ও নৈতিক মান বজায় রেখে কাজ করা।"
অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, ডিজাইনার, বন্ধু, শুভানুধ্যায়ী এবং সৃষ্টিশীল মানুষরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুন উদ্যোগে দোয়া ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, 'নূরটেক' এ লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, পোস্টার ও ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া কনটেন্ট, বুক কাভার, মোশন গ্রাফিক্সসহ আরও অনেক সেবা রয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.