স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় সিলেট রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ মুশফেকুর রহমান দ্বিবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তিনি থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।
পরে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় থানার বিভিন্ন রেজিস্টার পত্রাদি, হাজতখানা, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মৌলভীবাজার; জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল); জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ; এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.