সুনামগঞ্জ সদর উপজেলাধীন জয়নগর বাজার জামে মসজিদের নতুন খতীব হিসেবে নিযুক্ত হয়েছেন বিদগ্ধ আলেম মাওলানা আব্দুর রহমান কফিল। যিনি সর্বমহলে আবির সাবীল নামে সুপরিচিত।
সোমবার (৩০জুন) সকাল ১০টায় জামেয়া মারকাজুল উলূম বর্মাউত্তর-রামনগর-বাণীপুর সুনামগঞ্জ মাদরাসা অফিসে মসজিদ কমিটির দায়িত্বশীলরা উপস্থিত হয়ে মসজিদের খতীব হিসেবে যোগদান করার ব্যাপারে অনুরোধ করলে তিনি সম্মতি প্রদান করেন।
আগামী জুমুআ থেকেই বাজার মসজিদে খতীবের দায়িত্ব পালন করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ কমিটি ও মাওলানা আবদুর রহমান কফিল।
এব্যাপারে মাওলানা আবদুর রহমান কফিল বলেন, এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম, আমার শ্রদ্ধাভাজন পিতা আল্লামা শায়খ গোলামনবী রাহ.-এর সন্তান হিসেবে সর্বসম্মতিক্রমে খতীব হওয়ার ব্যাপারে মসজিদ কমিটি প্রস্তাবনা পেশ করেন। মূলত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছি। আল্লাহ তা'য়ালা যেন আমাকে দায়িত্ব পালনের তাওফিক দান করেন।
উল্লেখ্য যে, মাওলানা আবদুর রহমান কফিল সুনামগঞ্জের বরেণ্য বুজুর্গ আল্লামা শায়খ গোলামনবী রাহ.-এর সুযোগ্য সন্তান। তাছাড়া তিনি জামেয়া মারকাজুল উলূম বর্মাউত্তর-রামনগর-বাণীপুর সুনামগঞ্জ মাদরাসার মুহতামিম, খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মারকাযুল হিদায়া সিলেটের প্রতিষ্ঠাতা ও শিক্ষাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি।
মুআমু/
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.