একটি সমাজ গঠনের মূল শক্তি তার শিক্ষিত তরুণ প্রজন্ম। এই উপলব্ধি থেকেই সুনামগঞ্জ সদর উপজেলার "যুবশক্তি ইসলামি জনকল্যাণ পরিষদ লালপুর" চালু করেছে 'উদ্দীপন একাডেমি কোচিং সেন্টার'। এটি শুধু একটি সাধারণ কোচিং সেন্টার নয়, বরং একটি নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্রও।
শুক্রবার (১১জুলাই) সকালে লালাপুর বাজারে 'উদ্দীপন একাডেমি কোচিং সেন্টার' এর যাত্রা শুরু হয়। এতে স্থানীয় স্কুল-কলেজের ১৭জন শিক্ষার্থী আগ্রহের সাথে অংশগ্রহণ করছে।
সংগঠনের সভাপতি আলাল হোসাইন বলেন, বর্তমান সময়ের তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিক শিক্ষাতেও আলোকিত করা জরুরি। তাই এই উদ্যোগ শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, সমাজ সংস্কারের দিক থেকেও এক অনন্য প্রচেষ্টা।
সংগঠনের সদস্য ও মক্তবের উদ্যোক্তা মাওলানা শাহরিয়ার হাসান জানান, “আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হোক। তাই এ উদ্যোগের মাধ্যমে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষা তুলে ধরার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, আপাতত আমরা সপ্তাহে একদিন বেসিক কুরআন শিক্ষা এবং বেসিক ইসলাম শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছি। সামনে এই উদ্যোগটিকে আফটার স্কুল মক্তব রূপ দেয়ার নিয়ত আছে। তাছাড়া সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যেই পড়ানোর ব্যাবস্থা করেছি।
অভিভাবক ও এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, বর্তমান প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য এমন প্রশিক্ষণমূলক শিক্ষা অত্যন্ত সময়োপযোগী। এই একাডেমি নিঃসন্দেহে লালপুরে শিক্ষাব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সকলের বিশ্বাস।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.