সুনামগঞ্জ প্রতিনিধি:
“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি”—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথচলা খিদমাহ ব্লাড ব্যাংক সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্যাম্পে ১১৬ জনের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদমাহ সুনামগঞ্জ সদর শাখার সাবেক পরিচালক ও বর্তমান উপদেষ্টা মাওলানা আব্দুল মালিক ত্বাহা, খিদমাহ’র কেন্দ্রীয় সেক্রেটারি আবু সাঈদ ইসহাক, শান্তিগঞ্জ শাখার পরিচালক আফসর উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর শাখার সহকারী পরিচালক মাওলানা মো. নাসরুজ্জামান, মাহবুবুল আলম ফুয়াদ, এস. এম. সুহাগ, জামালগঞ্জ শাখার পরিচালক এইচ. এম. হাসান, কোষাধ্যক্ষ আহমেদ নাঈম এবং শুভাকাঙ্ক্ষী সায়েফ আহমেদ।
উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মাধ্যমে অসহায় রোগীদের পাশে থেকে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই উদ্যোগ স্থানীয় তরুণ সমাজের মধ্যে মানবতার সেবা ও রক্তদানে উৎসাহ জাগিয়ে তুলছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.