সেনাবাহিনী ও পুলিশি পাহারায় সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন

মুছলেকা দেয়া সত্বেও সেনাবাহিনী ও পুলিশি পাহারায় মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে শহরের সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদুল আজহার জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।
ঈদের নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষ সহ শতাধিক মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে তারা পশু কোরবানী দেন।
আব্দুল মাওফিক চৌধুরীর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জেলার শান্ত পরিবশকে অশান্ত করার পায়তারা করছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দ্রুত সময়ের মধ্যে আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সকলে।
উল্লেখ্য যে, সৌদি আরবের সাথে মিল রেখে গত রোজার ঈদ ও ধর্মীয় আনুষঙ্গিক বিষয়ে আঘাত আনায় আব্দুল মাওফিক চৌধুরীর বিরুদ্ধে ফুসে উঠে জেলার ধর্মপ্রাণ মুসল্লি। একপর্যায়ে ধর্মপ্রাণ মুসল্লি ও প্রশাসনের কঠোর অবস্থানের ফলে ঈদের নামাজ সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না বলে সংবাদ সম্মেলন ও ষ্টাম্পে মুছলেকা দেন আব্দুল মাওফিক চৌধুরী।






















