আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে আল খলীল কুরআন শিক্ষাবোর্ডের জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদ যোহর কোর্ট স্টেশন এলাকার হলি জান্নাত ট্রাভেলস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মুফতি বশির আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল খলীল কুরআন শিক্ষাবোর্ডের সিনিয়র সহসভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী।
বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মাওলানা সাইফুর রহমান ও মাওলানা হিলাল আহমদ, বোর্ডের পরিদর্শক মাওলানা আব্দুল হাই, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হাবীবুল মুরসালিন, হবিগঞ্জ জেলার সমন্বয়ক মাওলানা মুফাসসির আহমদ, মাওলানা হুমায়ূন কবীর, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা বশির আহমদ, মাওলানা মোহাম্মদ আলী, মওলানা আব্দুল জলীল প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও আলেম সমাজ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে কুরআন শিক্ষার কার্যক্রমকে আরও বেগবান, সুশৃঙ্খল ও সর্বস্তরে প্রসারিত করার লক্ষ্যে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিশেষে মাওলানা রশিদ আহমদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.